বগুড়ায় অসহায়দের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন বিএনসিসি সদস্যরা | Daily Chandni Bazar বগুড়ায় অসহায়দের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন বিএনসিসি সদস্যরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২০ ০২:০৯
বগুড়ায় অসহায়দের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন বিএনসিসি সদস্যরা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় অসহায়দের বাড়ি বাড়ি খাবার 
পৌঁছে দিলেন বিএনসিসি সদস্যরা

সরকারি আজিজুল হক কলেজের বিএনসিসি সাবেক ও বর্তমান ক্যাডেটের সমন্বয়ে বগুড়ায় ৬৬ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টা থেকে সদরের আটা পাড়া, মালতিনগর, সূত্রাপুর, বটতলা খেলার মাঠ, খান্দারসহ শেরপুর, শাজাহানপুর এবং শিবগঞ্জ  উপজেলায়  দরিদ্র, অসহায় পরিবারগুলোর মাঝে ৪ কেজি চাল, ১ কেজি আটা, দেড় কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, আধা লিটার তেল ও ১ টি করে সাবান বিতরণ করা হয়।

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলীর  নির্দেশনায় ত্রাণ বিতরণে  বিএনসিসির পিইউও ওই কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, মেহেরুন্নেছা ইতি  মিরন, আনোয়ার হোসাইন, রায়হান সরকার, আজিজুল মাকসুদ, সুলতানসহ  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের  ক্যাডেটেরা উপস্থিত ছিল।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন