বগুড়ায় করোনা রুগির পূর্নাঙ্গ চিকিৎসায় আইসিইউ বেড ও ভেন্টিলেশন পৌঁছেছে শ্বাসকষ্ট নিয়ে ৩ জনের মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় করোনা রুগির পূর্নাঙ্গ চিকিৎসায় আইসিইউ বেড ও ভেন্টিলেশন পৌঁছেছে শ্বাসকষ্ট নিয়ে ৩ জনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০ ১৯:১৬
বগুড়ায় করোনা রুগির পূর্নাঙ্গ চিকিৎসায় আইসিইউ বেড ও ভেন্টিলেশন পৌঁছেছে শ্বাসকষ্ট নিয়ে ৩ জনের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনা রুগির পূর্নাঙ্গ চিকিৎসায় 
আইসিইউ বেড ও ভেন্টিলেশন পৌঁছেছে
শ্বাসকষ্ট নিয়ে ৩ জনের মৃত্যু

বগুড়ায় করোনা রুগিদের পূর্নাঙ্গভাবে চিকিৎসা দেয়ার প্রস্তুতি চলছে। এর আগে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালকে আইসোলেশন ইউনিট করার পর এবার এই ইউনিটে যোগ হয়েছে ৭টি আইসিইউ বেড ও ৮টি ভেন্টিলেশন মেশিন। এর সাথে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থাপনের কাজ চলছে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাবরুম। 

চিকিৎসকরা বলছেন  আগামী এক সপ্তাহের মধ্যে বগুড়া থেকে করোনা ভাইরাসের পরীক্ষা করা সম্ভব হবে। এদিকে বগুড়ায় শ্বাসকষ্ট  নিয়ে দুই দিনে ৩ জন রুগির মৃত্যু হয়েছে। মারার যাওয়ার ঘটনায় ওই এলাকার ১৮ টি বাড়ি লকডাউন করা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ জানান, বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবানের বাসিন্দা সাবানা (৩৪) নামের এক মহিলা জ¦র, শ্বাসকষ্ট  নিয়ে ভর্তি হয়। তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নেয়ায় সময় সে মারা যায়। একই দিনে জ¦র, শ্বাসকষ্ট  নিয়ে শজিমেকে ভর্তি হওয়া দুপচাঁচিয়ার মোখছেদ আলী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার রাতে সিংড়া উপজেলার আর্জিনা (৩০) নামের এক মহিলা জ¦র, শ্বাসকষ্ট  নিয়ে ভর্তি হয়। তাকে মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন কেন্দ্রে পাঠানো হলে পথেই তিনি মারা যান। তিনি আরো জানান, বগুড়ায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর মেশিন বৃহস্পতিবার বগুড়ায় পৌঁছেছে। সাথে বিশেষজ্ঞ দল আসছেন যারা প্রশিক্ষণ প্রদান করবেন। এক সপ্তাহ পর বগুড়ায় পিসিআর মেশিনের মাধ্যমে করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে। 
বগুড়ার সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী জানান, যেহেতু ওই মৃত ব্যক্তির জ¦র, শ্বাসকষ্ট  ছিল। করোনা ভাইরাসের উপসর্গ আছে কিনা তা নিশ্চিত হতে তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছে।
বগুড়ার জেলার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান জানান, মহিষাবানের সাবানার বাড়িসহ ১৩ টি বাড়ি লকডাউন করার নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে।

বগুড়ার জেলার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন জানান, ওই বাড়িসহ পাশের ৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও শফিক আমিন কাজল জানান, বগুড়ার আইসোলেশন কেন্দ্রে এখন একজন করোনা ভাইরাস এর রোগী ও চারজন শ্বাসকষ্টের  রোগী আছে। তাদের পরিচর্যা চলছে। দিনদিন তারা সুস্থ্য হয়ে উঠছে। নতুন করে কোন রুগি ভর্তি হয়নি। শুক্রবার সকালে বগুড়ায় ৭টি আইসিইউ বেড ও ৮টি ভেন্টিলেশন মেশিন এসে পৌঁছেছে। এগুলো বসানোর কাজ চলছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন