বগুড়ায় ১০ টাকা কেজির ১২০ বস্তা চাল উদ্ধার গ্রেফতার ১ | Daily Chandni Bazar বগুড়ায় ১০ টাকা কেজির ১২০ বস্তা চাল উদ্ধার গ্রেফতার ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০ ১৯:৪৮
বগুড়ায় ১০ টাকা কেজির ১২০ বস্তা চাল উদ্ধার গ্রেফতার ১
শিবগঞ্জ প্রতিনিধিঃ

বগুড়ায় ১০ টাকা কেজির ১২০ বস্তা চাল উদ্ধার গ্রেফতার ১

বগুড়ায় করোনা ভাইরাস চলাকালে কর্মহীন, অসহায় ও দুস্থদের সহযোগিতায় সরকারি ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখা ১২০ বস্তা উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটকসহ ১০২ বস্তা উদ্ধার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম এর নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। শিবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার কুদরত ই খুদা শুভ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে আটক মোস্তাফিজার জানায়, তার চাচাত ভাই সাইফুল ইসলাম সাজু এক ডিলারের কাছ থেকে চালগুলো এনে তার বাড়িতে রেখেছে। সাজু এবং ডিলারকে ধরতে অভিযান চলছে। সরকারি চালগুলো কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রেখে ছিল।