![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
মনিরুল ইসলাম তাড়াশ সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কৃষক লীগের সভাপতি কাজী গোলাম মস্তোফা সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল নামকস্থানে এ দুর্ঘটনায় এ ঘটে। স্থানীয়রা জানান, তাড়াশ উপজেলা কৃষক লীগের সভাপতি কাজী গোলাম অটোভ্যান যোগে তাড়াশ উপজেলা সদরে আসার পথে হেদারখাল নামকস্থানে পৌছালে পেছনে থেকে একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় কৃষকলীগ সভাপতি পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন