বগুড়ায় করোনা আক্রান্ত রোগী সুস্থ্য হয়ে উঠছে | Daily Chandni Bazar বগুড়ায় করোনা আক্রান্ত রোগী সুস্থ্য হয়ে উঠছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০ ২২:৫২
বগুড়ায় করোনা আক্রান্ত রোগী সুস্থ্য হয়ে উঠছে
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনা আক্রান্ত 
রোগী সুস্থ্য হয়ে উঠছে

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন কেন্দ্রে এখন চিকিৎসাধীন রয়েছে ৫ জন। এদের মধ্যে একজন করোনা ভাইরাসের রুগি আছেন এবং অপর চারজন শ^াসকষ্ট নিয়ে চিকিৎসাধীন রয়েছে। বগুড়ার চিকিৎসকরা বলছেন, চিকিৎসা সেবায় বেশ সেরে উঠেছে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি। তার আবারো টেস্ট করানো হবে। এদিকে বগুড়ায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ২৬ জন। 

বগুড়ার সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী জানান, বগুড়ায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ২৬ জনকে। এরা সকলেই জেলার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা। এছাড়া ছাড়পত্র পাওয়ার পর এখন মোট হোম কোয়ারিন্টাইনে আছে ১৭৮ জন। বগুড়া থেকে ৪ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছে তাদের পাওয়া যায় নি। 
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক এটিএম নুরুজ্জমান জানান, বগুড়ার আইসোলেশন কেন্দ্রে এখন একজন করোনা ভাইরাসের রোগী ও চারজন শ^াসকষ্টের রোগী আছে। তাদের পরিচর্যা চলছে। দিনদিন তারা সুস্থ্য হয়ে উঠছে। নতুন করে কোন রুগি ভর্তি হয়নি। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন