![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ায় করোনাভাইরাসের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে কর্মহীন হরিজন সম্প্রদায়ের ২’শ পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার। রবিবার সন্ধ্যায় শহরের ৪ নং ওয়ার্ডে চকসূত্রাপুর এলাকার স্ইুপার কলোনীতে প্রতিটি পরিবারের জন্য ১ম দফায় আড়াই কেজি চাল বিতরণ করেন তিনি।
আব্দুল মতিন সরকারের পক্ষে মানবিক এই বিতরণ অনুষ্ঠানে সকলের হাতে চাল তুলে দেন তার বাবা মজিববর রহমান, তার ভাতৃদ্বয় ওমর সরকার ও ঝুমুর সরকার, ভিক্ষু এবং শামীম শেখ প্রমুখ। সাধারণ মানুষের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত এই গোষ্ঠীর মাঝে খাদ্যসহায়তা প্রদান চলমান থাকবে বলেও জানান মানবিক নেতা আব্দুল মতিন সরকার।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন