সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০ ১৪:১৪
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে আজ সোমবার সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা বৈশাখ ১৪২৭ উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন