মানবতার মা, তাড়াশের ইউএনও ইফ্ফাত জাহান | Daily Chandni Bazar মানবতার মা, তাড়াশের ইউএনও ইফ্ফাত জাহান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০ ১৫:৫৫
মানবতার মা, তাড়াশের ইউএনও ইফ্ফাত জাহান
মনিরুল ইসলাম (তাড়াশ সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 মানবতার মা, তাড়াশের ইউএনও ইফ্ফাত জাহান

মানুষ মানুষের জন্য,মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই তার ধর্ম। তার ভাবনা একজন মানুষ, মানুষের জন্যই, বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে এবং তিনি এটাই করে থাকেন। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করতে চান তিনি। তিনি মনে করেন, আমাদের সবারই সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার। তার মত আমি, আপনি,  এভাবেই এগিয়ে আসতে পারি সকলেই। দাঁড়াতে পারি বিপদে মানুষের পাশে।ক্ষুধা লাগলে যেমন খাদ্যের প্রয়োজন, তেমন আলোকিত জীবন গড়তে হলে শিক্ষার প্রয়োজন।  তিনি সব সময় বলেন মানুষ মানুষের জন্য। আরো বলেন,এই পৃথিবীর মধ্যে সব চাইতে বড় আদালত মানুষের বিবেক।

আমরা  অনেক মানুষ আছি, আমাদের বিবেক আছে ঘুমিয়ে। সমাজে কিছু মানুষ আছেন যারা স্বপ্ন দেখেন মানুষের কল্যাণের জন্য কাজ করার। আমি মনেকরি ,তার চিন্তা মানুষের জন্য মানবতা, মানবতার জন্যই মানুষ,অসহায় এবং বঞ্চিত মানুষের উপকারে নিজেকে আত্মনিবেদন করাই এবং অন্যকে এতে উৎসাহিত করাই তার কাজ।শত শত বছর ধরে মানুষের জীবন পাল্টে দেওয়া থেকে শুরু করে জীবনের নতুন অর্থ নির্মাণের ক্ষেত্রে এগুলোর ভূমিকা অনিস্বীকার্য।এরই ধারাবাহিকতায় সকাল - সন্ধা নিজের জীবনের বাজি রেখে, মানব কল্যানে কাজ করে যাচ্ছেন, ইউএনও ইফাফত জাহান।অবশ্যই তিনি তাড়াশ বাসির কাছে প্রসংসার দাবীদার।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন