![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখের জময দুই মেয়ের সন্চিত অর্থ সামগ্রী তার নির্বাচনী এলাকায় ব্যক্তিগত উদ্দোগে হিজরাদের (উভয় লিঙ্গ) পরিবারের মাঝে বিতরন করা হয়। সোমবার বিকেল ৪ ঘটিকায় খুটিগাছা স্কুল মাঠে ১৪ জন হিজরা পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস, সাংবাদিকগন, তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি,সনাতন দাস, বুলবুল,মোহাসিন, মোস্তফা,মিলু,মনিরুল, সোহাগ, আরো অনেকেই।চেয়াম্যান বাবুল শেখ বলেন, যত দিন এই দুর্যোগ থাকবে ততদিন পর্য়ন্ত দিনমজুর ও অসহায় দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করবেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন