দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল বাকী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ব্যক্তি পৌর এলাকার পার-ভবানিপুর গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে । এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন। সোমবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল বাকী মারা যায় বলে নিশ্চিত করেছেন বিরামপুর থানা। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, উভয়পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কচু ক্ষেতের জমিতে পরিচর্যা করার সময় সোমবার দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এসময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন।।আর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আবদুল বাকী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সোমবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৬ আসামীকে আটক করে। আটককৃতরা হলেন, এমদাদুল হক, নুর আলম সিদ্দিকী, এনামুল হক, মামুনুর রশিদ, ইউসুফ আলী এবং গোলাম মোস্তফা। আটককৃতরা সবাই একই এলাকার বাসিন্দা।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন