গভীর রাতে ত্রাণ নিয়ে দরজায় হাজির এমপি ডা. আব্দুল আজিজ | Daily Chandni Bazar গভীর রাতে ত্রাণ নিয়ে দরজায় হাজির এমপি ডা. আব্দুল আজিজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০ ২২:৫৭
গভীর রাতে ত্রাণ নিয়ে দরজায় হাজির এমপি ডা. আব্দুল আজিজ
আসাদুল আলম, রায়গঞ্জ প্রতিনিধি:

গভীর রাতে ত্রাণ নিয়ে দরজায় হাজির এমপি ডা. আব্দুল আজিজ

গভীর রাতে ত্রাণ নিয়ে দরজায় হাজির সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) উপজেলার এমপি ডা. আব্দুল আজিজ। রাতের আঁধারে বাড়ীতে বাড়ীতে কর্মহীন দিনমজুরদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। ত্রাণের থলে হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন কর্মহীন দিনমজুর মানুষ। গভীর রাতে ত্রাণ বিতরণকালেও পুলিশ প্রটোকল কিংবা নেতা কর্মীদেরকেও সাথে রাখেননি এমপি মহোদয়। এসব বিষয়ে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ বলেন, করোনার সংকটের কারণে মানুষ কাজে বের হতে পারছেন না। বিশেষ করে সুবিধা বঞ্চিত এলাকা রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার নিম্ন আয়ের মানুষেরা চরম বিপাকে পড়েছেন। তাদের কথা বিবেচনা করে আমি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। তাড়াশ উপজেলার আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক বলেন, এমপি মহোদয় নিজ উদ্যোগে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কর্মহীন হয়ে পড়া দু:স্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন।

প্রটোকল ছাড়া একা একাই মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছে দিয়েছেন। রায়গঞ্জ উপজেলায় ২ হাজার ৫শ ও সলঙ্গার তিনটি ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। করোনা ঝুঁকিতে জনসমাগম এড়াতেই বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণসামগ্রী বিতরণ করছেন এমপি মহোদয়। প্রতি পরিবারকে ৫ কেজি চাল ছাড়াও ১ কেজি করে ডাল, তেল, লবন ও আলু বিতরণ করেছেন। এদিকে করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে জনসমাগম ছাড়া গভীর রাতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার বিষয়টি নিয়ে সিরাজগঞ্জের সকল মহলে প্রশংসা কুড়িয়েছে। তাঁর এই মহতী উদ্যোগকে সকল মহলই সাধুবাদ জানিয়েছে।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী প্রচারণার ফাঁকে ফাঁকে বিনামূলে রোগী দেখেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন এই সংসদ সদস্য। এছাড়াও তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় কেউ অনাহারে থাকবে না। প্রতিটা হতদরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খাদ্য সরবরাহ করা হবে। সামাজিক দুরত্ব বা শারিরীক দুরত্ব বজায় রাখতে বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন