বগুড়ায় করোনা রুগি সুস্থ আছে শ্বাসকষ্ট নিয়ে দুইজন ভর্তি | Daily Chandni Bazar বগুড়ায় করোনা রুগি সুস্থ আছে শ্বাসকষ্ট নিয়ে দুইজন ভর্তি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০ ১৯:৩৫
বগুড়ায় করোনা রুগি সুস্থ আছে শ্বাসকষ্ট নিয়ে দুইজন ভর্তি
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনা রুগি সুস্থ আছে
শ্বাসকষ্ট নিয়ে দুইজন ভর্তি

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন কেন্দ্রে চিকিৎসাধীন করোনা ভাইরাসে আক্রান্ত দুইজন চিকিৎসাধীন রয়েছে। শনিবার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন এখন দুই করোনা রুগিই সুস্থ আছে। এছাড়া নতুন করে হাসপাতালে আরো দউজন শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে। সোমবার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও শফিক আমিন কাজল জানান, বগুড়ার আইসোলেশন কেন্দ্রে নতুুন করে দুইজন ভর্তি হয়েছে। একজন বগুড়া সদরের নারী ও শিবগঞ্জের পুরুষ ভর্তি হয়েছে। তাদের শ^াসকষ্ট রয়েছে। নমুনা সংগ্রহ করে টেষ্ট করা হবে। আগে পাঠানো কোন টেস্ট এর ফলাফল পাওয়া যায়নি। দুইজন করোনা রুগি থাকলেও রংপুরের এক ব্যক্তি চিকিৎসায় বেশ সুস্থ হয়ে উঠেছে। তার সর্ব শেষ টেস্টে নেগেটিভ এলে আবারো টেস্ট করানো হচ্ছে। রিপোর্টে নেগেটিভ এলে তাকে ছাড়পত্র দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া আদমদিঘির পুলিশ কন্সটেবল এখনো বেশ ভাল আছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন