![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
নীলফামারীর জলঢাকায় এক কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে মাদক মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে জলঢাকা দুন্দীবাড়ী মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের বাসিন্দা শ্রী মানিক চন্দ্র ও শ্রী পুলিন চন্দ্র।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বদরুদ্দোজাসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দুন্দীবাড়ী মোড় থেকে ১ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন