![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
দেশে চলছে মহামারি করোনার ক্রান্তিকাল। করোনা পরিস্থিতিতে সরাদেশে গণ পরিবহন বন্ধ। কর্মহীন অবস্থায় জীবনযাপন করছেন শ্রমিকরা। পরিবার পরিজন নিয়ে জীবন কাটাচ্ছেন কষ্টে। এই অবস্থায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের শ্রমিকদের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে জয়পুরহাট জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ।
বুধবার দুপুরে বাস মিনিবাস মালিক গ্রুপের কার্যালয় চত্বরে নিম্ন আয়ের শ্রমিকদের মধ্যে এ সব খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু,তেল ) বিতরণ করা হয়। কর্মহীন শ্রমিকদের মধ্যে এসব সামগ্রী তুলেদেন জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের প্রধান উপদেষ্টা গোলাম হক্কানী।
জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি এটি এম আনিছুর রহমান লিটন বলেন, সরকারি নির্দেশনা মেনে পরিবহন শ্রমিকরা বাড়িতে অবস্থান করছেন। তারা আজ কর্মহীন হয়ে পড়েছে। তাদে কথা চিন্তা করে আমরা বাস চালক ও শ্রমিকদের মঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এসময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামুল হক চৌধুরী টুলু মীর আইযুব ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন