![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০ ০০:৩৪
রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী শেরপুর পৌড় বাসীর ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন যুবলীগ সভাপতি পুএ নিয়ন।
নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র মাহে রমজান কে সামনে রেখে বগুড়া শেরপুর পৌড় এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সমাগ্রী পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেরপুর উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম তারেক এর পক্ষে তার জৈষ্ঠ্য পুএ শামসুজ্জোহা নিয়ন।