![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
শনিবার বগুড়া সদরের সাবগ্রামের কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘উদ্যোগ’র পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসচ্ছল সাবগ্রাম এলাকার ৭০টি পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীস্বরুপ প্রতিটি পরিবারের জন্য দেওয়া হয়েছে ৫ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডালসহ পিয়াজ, ছোলা এবং মুড়ি। খাদ্য সামগ্রী বিতরণকালে সংগঠনের আর.এস.এম পলাশ, মিলন মিয়া, হযরত আলী, রুবেল মাহমুদ, মুকুল ইসলাম, রেশমি তাহমিনা, শ্রী পলাশ, আরিফুল ইসলাম, আজাদ, নাসিব, খোকন, হিরা, নিপ্পন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। দেশের এই ক্রান্তিকালে সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "উদ্যোগ" এর এই প্রচেষ্টা চলমান থাকবে বলেও জানিয়েছেন "উদ্যোগ" পরিবার।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন