বগুড়ায় ২ হাজার ৪০০ কেজি মেয়াদোত্তীর্ন খেজুর উদ্ধারের পর নষ্ট করে ফেলা হলো | Daily Chandni Bazar বগুড়ায় ২ হাজার ৪০০ কেজি মেয়াদোত্তীর্ন খেজুর উদ্ধারের পর নষ্ট করে ফেলা হলো | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০ ২১:৫০
বগুড়ায় ২ হাজার ৪০০ কেজি মেয়াদোত্তীর্ন খেজুর উদ্ধারের পর নষ্ট করে ফেলা হলো
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ২ হাজার ৪০০ কেজি মেয়াদোত্তীর্ন 
খেজুর উদ্ধারের পর নষ্ট করে ফেলা হলো

বগুড়ায় ২ হাজার ৪০০ কেজি মেয়াদোত্তীর্ন খেজুর উদ্ধারের পর পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়েছে। এই ঘটনায় বগুড়া সদরের এরুলিয়ার আরেফিন কোল্ড স্টোরের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার সকালে বগুড়া জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজেস্ট্রেট এটিএম কামরুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। র‌্যাব-১২ বগুড়া ক্যম্পের সদস্যদের সহযোগিতায় এরুলিয়ায় খলিলুর রহমানের আরেফিন কোল্ড স্টোরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪০ কেজি করে ৬০ টি বস্তায় খেজুর পাওয়া যায়। সবগুলো খেজুরই ২০১৮ সালে ক্রয় করে মজুদ করে রাখে।বগুড়ার নির্বাহী ম্যাজেস্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, খেজুরগুলো মজুদ করে দাম বাড়ানোর পায়তারা করছিল। এই খেজুর মানুষের খাবার উপযোগি না। তাই খেজুর উদ্ধার করে তা নষ্ট করে ফেলা হয়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন