হোম কোয়ারেন্টানে রাখার ভয় দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জে এসআই ক্লোজড ও সাংবাদিক সাময়িক বহিষ্কার | Daily Chandni Bazar হোম কোয়ারেন্টানে রাখার ভয় দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জে এসআই ক্লোজড ও সাংবাদিক সাময়িক বহিষ্কার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মে, ২০২০ ১৮:০৭
হোম কোয়ারেন্টানে রাখার ভয় দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জে এসআই ক্লোজড ও সাংবাদিক সাময়িক বহিষ্কার
তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

হোম কোয়ারেন্টানে রাখার ভয় দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগে
সিরাজগঞ্জে এসআই ক্লোজড ও সাংবাদিক সাময়িক বহিষ্কার

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেলথানার সাব ইন্সপেক্টর (এসআই)মানিক মিয়াও তাড়াশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজুর বিরুদ্ধে এক ব্যাবসায়ীকে হোম কোয়ারেন্টানে রাখার ভয় দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। এঘনায় এসআইকে ক্লোজড ও সাংবাদিককে প্রেসক্লাব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত এসআই ডাক্তারী ছুটিতে থাকাকালীন সময় নিজ থানা ছেড়ে পাশ্ববর্তী তাড়াশ থানায় গিয়ে তাড়াশ প্রেসক্লাবের সাংগঠসিক সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজুকে সঙ্গে নিয়ে উপজেলার তালম শিবপাড়া গিয়ে চাঁদা আদায় করেন। পরে ভুক্তভোগীর স্ত্রী নিজেই উল্লাপাড়া মডেল থানার ওসির নিকট এমন অভিযোগ করেন।

পরবর্তীতে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তারাও ওসির মাধ্যমে অবগত হন। এরপর, দায়িত্ব অবহেলার দায়ে সাব ইন্সপেক্টর মানিককে ক্লোজ করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়। অপর দিকে তাড়াশ প্রেসক্লাব সুত্রে জানা যায়, ওই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ও প্রাথমিক সত্যতা প্রমানিত হওয়ায় ১ মে
শুক্রবার সকালে তাড়াশ প্রেসক্লাবের এক জরুরী সভায় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজুকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়। এবং ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবিষয়ে তাড়াশ পেসক্লাবের সভাপতি ও তদন্ত কমিটির প্রধান প্রভাষক সনাতন দাশ বলেন, প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় ছানোয়ারকে সংগঠন থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন