প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত বিআরটিএ কর্মকর্তা ফয়েজ আহম্মেদ | Daily Chandni Bazar প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত বিআরটিএ কর্মকর্তা ফয়েজ আহম্মেদ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ মে, ২০২০ ০১:১৮
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত বিআরটিএ কর্মকর্তা ফয়েজ আহম্মেদ
ষ্টাফ রিপোর্টার

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত 
বিআরটিএ কর্মকর্তা ফয়েজ আহম্মেদ

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বগুড়া বিআরটিএ সার্কেলের সাবেক মোটরযান পরিদর্শক এবং বর্তমানে কিশোরগঞ্জ বিআরটিএ সার্কেলে কর্মরত জনবান্ধব কর্মকর্তা ফয়েজ আহম্মেদ। বেশ কিছুদিন যাবত সর্দি এবং শুষ্ক কাশি থাকায় করোনা সন্দেহে কিশোরগঞ্জ থেকে ঢাকায় তার নমুনা পাঠানো হয় পরে নমুনা পরীক্ষা শেষে তার করোনা পজিটিভ এর খবর নিশ্চিত করেন কিশোরগঞ্জের জেলা সিভিল সার্জন মুজিবুর রহমান। সেই সাথে তার সংস্পর্শে আসা কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষদেরও খোঁজ করে হোম-কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ।

করোনায় আক্রান্ত হলেও খুব বেশী উপসর্গ না থাকায় ফয়েজ আহম্মেদকে এখন পর্যন্ত তার নিজ বাড়িতেই রেখেই স্বাস্থ্য বিভাগের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা প্রদান করা হচ্ছে। মুঠোফোনে শনিবার সৎ, মেধাবী এবং দেশপ্রেমী বিআরটিএ কর্মকর্তা ফয়েজ আহম্মেদের সাথে কথা বললে তিনি দৈনিক চাঁদনী বাজারকে বলেন, দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করতে গিয়ে তার যদি মৃত্যুও হয় তবে তা হবে গর্বের। তারপরেও দেশের জন্যে তার অনেক দায়িত্ব ও কাজ বাকি তাই সুস্থতার জন্য তিনি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের দোয়া কামনা করেছেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন