![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
প্রকাশিত : ১১ মে, ২০২০ ০৮:০৮
এক মাসের বেতন দিয়ে অসহায়দের
সাহায্য করলেন পুলিশ সার্জেন্ট রনি পোদ্দার
ষ্টাফ রিপোর্টার
নিজের এক মাসের বেতন দিয়ে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ট্রাফিক সার্জেন্ট রনি পোদ্দার।
বগুড়া জেলায় কর্মরত থাকা অবস্থায় বেশ কয়েকবার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে সম্মাননা পাওয়া বর্তমানে নাটোরে কর্মরত জয়পুরহাটের ক্ষেতলাল থানার আলমপুর গ্রামের সন্তান পুলিশ সার্জেন্ট রনি পোদ্দার তার এক মাসের বেতনের টাকা দিয়ে ১০০টি গরিব অসহায় পরিবারের মাঝে (চাল, ডাল, আটা, লবন তেল, সাবান) ইত্যাদি উপহার সামগ্রী বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, গোপীনাথ পোদ্দার, বিশ্বনাথ পোদ্দার, আকবর আলি খান, তোতা খাঁ, বাসেদ মন্ডল।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন