বগুড়ার সড়কে মানুষ যানবাহনে যানজট | Daily Chandni Bazar বগুড়ার সড়কে মানুষ যানবাহনে যানজট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ মে, ২০২০ ০৩:৩৫
বগুড়ার সড়কে মানুষ যানবাহনে যানজট
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার সড়কে মানুষ যানবাহনে যানজট

বগুড়ায় থামছে না মানুষের জোয়ার। সীমিত আকারে মার্কেট খোলার দ্বিতীয় দিন সোমবার শহরে মানুষের ভিড়ের পাশাপাশি যানজট ছিল প্রচুর। বিপনী বিতান, বাজারসহ বিভিন্ন প্রকার দোকান খোলা থাকায় এই ভিড় দেখা যায়। ঈদের কেনাকাটা করছে বেশির ভাগ ক্রেতা।বগুড়া শহরের কাজী নজরুল ইসলাম সড়ক, বড়গোলা, ঝাউতলা, দত্তবাড়ি, কাঁঠালতলা, নবাববাড়ি সড়ক, জলেশ^রীতলা, সাতমাথা, রাজাবাজার এলাকাসহ সকল সড়কেই সমান সংখ্যাক ভিড় দেখা যায়। একই সাথে যানবাহনের চাপ ছিল প্রচুর। 

ট্রাফিক পুলিশ,সহ বগুড়া সদর থানার পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে ও যানজট এড়াতে হিমশিম খেয়ে যায়। জরুরী সেবার বাহিরেও অনেক ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে। তবে ঈদের কেনাকাটার বাজারে বগুড়া শহরের নিউ মার্কেট, হকার্স মার্কেট, কাঁচাবাজারসহ কেনাকাটা করার বিভিন্ন বিপনী বিতানে কোথাও তেমন কোন করোনা ভাইরাসের সচেতনতা ছিল না। জেলা শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে প্যাকেট খাবার বিক্রি হচ্ছে। তবে সকাল ১০ টার পর থেকে শহরে প্রচুর মানুষের সমাগম হলেও বিকাল চারটার পর থেকে দ্রুতই মানুষ ঘরে ফিরছে। অনেকেই বলছে এই ভাবে মানুষের সমাগম হলে বগুড়ায় করোনা ভাইরাসে এর সংক্রমন বাড়তে পারে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন