![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
দিন যাচ্ছে আর বগুড়ায় করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৯৫ জন করোনায় আক্রান্ত হলো। বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাত ৯টায় দেয়া রিপোর্টে বগুড়ায় নতুন করে আরো সাতজন আক্রান্ত হয়। আক্রান্তরা হলেন শেরপুরের চারজন, বগুড়া সদর উপজেলার দু’জন ও শাজাহানপুরের একজন। বগুড়া সদরের রহমান নগরের এসএসসি ফলাফলের অপেক্ষায় থাকা ঢাকা ফেরত শিক্ষার্থী ও অন্যজন গোকুল এলাকার চট্টগ্রাম ফেরত ফার্ণিচার শ্রমিক। জেলার শেরপুর উপজেলার চারজনের মধ্যে হাসপাতাল রোডের একজন কৃষক ও অন্যজন ফার্মেসীর মালিক।
চান্দাইকোনার বগুড়া বাজারে একজন এনজিও কর্মী এবং ঢাকা ফেরত অপরজনের তথ্য পাওয়া যায়নি। শাজাহানপুরের সাবরুল এলাকার ওই ব্যক্তি ঢাকার ধামরাইয়ে একটি ওষুধ কোম্পানীতে চাকরি করেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, এ নিয়ে বগুড়ায় মোট ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। মঙ্গলবার দুই নারীসহ তিনজন সুস্থকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে মোট ১৪ জন সুস্থ হয়েছেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন