![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান।বুধবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার দরগা পাড়া এলাকায় এ সব খাদ্য সামগ্রী (চাল, ,ডাল, তেল, আটা, আলৃ,পেঁয়াজ, সেমাই, চিনি, দুধ ) বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলেদেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান।
খাদ্য সামগ্রী বিতরণের সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে খাবার নেই। আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দিয়েছেন, সরকারের দিকে তাকিয়ে না থেকে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে । তাদের নির্দেশ মেনে করোনা ভাইরাসের কারণে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি।এসময় জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান,লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জাকারিয়া মন্ডল শিমুল, ছাত্রদল নেতা রজিব উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন