বগুড়ায় দেড় শতাধিক কর্মহীন মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রলীগ | Daily Chandni Bazar বগুড়ায় দেড় শতাধিক কর্মহীন মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রলীগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ মে, ২০২০ ১৫:৪৭
বগুড়ায় দেড় শতাধিক কর্মহীন মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রলীগ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় দেড় শতাধিক কর্মহীন মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রলীগ

বগুড়া চেলোপাড়ায় ছাত্রনেতা সবুজ বিশ্বাসের আয়োজনে শুক্রবার বিকেলে দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উপ-নাট্য বিষয়ক সম্পাদক মো: নূরে আলম লিটন।

বগুড়ায় শুক্রবার বিকেলে শহরের চেলোপাড়ায় জেলা ছাত্রলীগের উদ্যোগে দেড় শতাধিক কর্মহীন ও অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদকে সামনে রেখে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রলীগ নেতা এবং সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ বিশ্বাসের নিজস্ব অর্থায়নে আয়োজিত এবং সমাজসেবক শ্যামল রায়ের ব্যবস্থাপনায় ছাত্রলীগের পক্ষে সাধারণ মানুষের হাতে ঈদসামগ্রী তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উপ-নাট্য বিষয়ক সম্পাদক মো: নূরে আলম লিটন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা তাঁতী লীগের সদস্য সচিব রাজনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী বিজন দাস, আরিফ, প্রান্ত দাস, সুজন, রাহুল, নিলয়, অবিনাশ, মুগ্ধ, শান্ত দাস প্রমুখ। করোনা দুর্যোগে শুরু থেকে মাঠ পর্যায়ে কাজ করে আসা ছাত্রনেতা সবুজ বিশ্বাস এর সাথে কথা বললে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের দিকনির্দেশনায় দেশের এই ক্রান্তিকালে শেষ পর্যন্ত সাধারণ মানুষের পাশে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাবেন।


দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন