জয়পুরহাটে পত্রিকা বিক্রেতাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar জয়পুরহাটে পত্রিকা বিক্রেতাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মে, ২০২০ ০০:৪৫
জয়পুরহাটে পত্রিকা বিক্রেতাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ব্যুরো অফিস,জয়পুরহাট

জয়পুরহাটে পত্রিকা বিক্রেতাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জয়পুরহাট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার  (২২ মে) বিকেলে জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের কার্যালয়ে ৭০ জন সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী হাতে তুলে দেন  জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি ও জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের উপদেষ্টা ইকবাল হোসেন সাবু। 

এসময় জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের উপদেষ্টা সাংবাদিক শামীম কাদির,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিদ্যুৎ হোসেন, কার্য নির্বাহী সদস্য সুমন হোসেন, মীর সোহেল রানা উপস্থিত ছিলেন ।  

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘করোনা পরিস্থিতিতে  আয় রোজগারের পথ বন্ধ আছে জেলার পত্রিকা বিক্রেতাদের। সেই সঙ্গে গৃহবন্দি হয়ে তাদের অনেকেই খেয়ে না খেয়ে রোজা পালন করছেন। এর মধ্যে আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। এ সময়ে মানবিক দিক বিবেচনা করে জয়পুরহাট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ৭০ জন সদস্যের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা করা হয়েছে।  

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন