শেরপুরে কে.এ.এস.ইউ.এস এর নির্বাহী পরিচালক এর ঈদ আনন্দ ভাগাভাগি | Daily Chandni Bazar শেরপুরে কে.এ.এস.ইউ.এস এর নির্বাহী পরিচালক এর ঈদ আনন্দ ভাগাভাগি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ মে, ২০২০ ১৭:১৯
শেরপুরে কে.এ.এস.ইউ.এস এর নির্বাহী পরিচালক এর ঈদ আনন্দ ভাগাভাগি
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে কে.এ.এস.ইউ.এস এর নির্বাহী পরিচালক এর ঈদ আনন্দ ভাগাভাগি

বগুড়া শেরপুরের উন্নয়ন মূলক সংগঠন “করতোয়া আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা” (কে.এ.এস.ইউ.এস) এর নির্বাহী পরিচালক ও শেরপুর উপজেলা যুবলীগের অন্যতম নেতা মো: বেলাল হোসেন রুবেল ঈদ আনন্দ ভাগাভাগি করতে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ঈদের উপহার হিসেবে দুস্থ ও অসহায়দের জন্য তৈরীকৃত প্রতিটি প্যাকেটে লাচ্চা, সেমাই, পোলাওয়ের চাল, চিনি, দুধ সহ বিভিন্ন পদের খাদ্য দ্রব্য রাখা হয়েছিল।

এবারের ঈদে অসচেতন ও নিম্নবিত্ত পরিবার গুলোকে বাড়িতে অবস্থান করে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানানোই ছিলো এই উদ্যোগ গ্রহন করার প্রধান কারণ বলে জানান তিনি। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক নিম্নবিত্ত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যেমন- পৌর শহরের গোসাইপাড়া, উত্তর সাহা পাড়া, খানপুর ইউনিয়নের গোপালপুর , খাগা সহ আশেপাশের অন্যান্য এলাকায়। এই সকল খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, অত্র উন্নয়ন মূলক সংস্থার সভাপতি আব্দুল মালেক, ছাত্র নেতা দেবাশিষ ঘোষ অপু, শেরপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম সা: সম্পাদক মনিরুজ্জামান মনির, আতিক ইসলাম সহ সংস্থার সদস্যবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন