শেরপুরে হতদরিদ্রদের মাঝে যুবলীগ নেতার ঈদ উপহার বিতরণ | Daily Chandni Bazar শেরপুরে হতদরিদ্রদের মাঝে যুবলীগ নেতার ঈদ উপহার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ মে, ২০২০ ১৭:২৩
শেরপুরে হতদরিদ্রদের মাঝে যুবলীগ নেতার ঈদ উপহার বিতরণ
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে হতদরিদ্রদের মাঝে যুবলীগ নেতার ঈদ উপহার বিতরণ

বগুড়া শেরপুরের ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সা: সম্পাদক ও ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফেরদৌস জামান মুকুলের আয়োজনে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ওই দিন (২৩মে) স্থানীয় অসহায় ও নিম্নবিত্ত মানুষদের মাঝে শাড়ি, লুঙ্গি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে উপহার বিতরণ করেছেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সা: সম্পাদক আহসান হাবীব আম্বিয়া ও ধুনট উপজেলা আ. লীগের সহ-সভাপতি এমপি পুত্র প্রকৌশলী মো: আসিফ ইকবাল সনি।

ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকায় উপহার বিতরণী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, শেরপুর উপজেলা আ. লীগের সদস্য জাকির হোসেন মামুন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রামকৃষ্ণ দাস, স্থানীয় আ. লীগ নেতা শাজাহান আলী, হায়দার আলী, সাবেক ছাত্রনেতা শাহিন আক্তার মেরাজ, শেরপুর উপজেলা ছাত্রলীগের সা: সম্পাদক সোহেল রানা, শেরপুর শহর ছাত্রলীগের সা: সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, সাবেক সেচ্ছাসেবক লীগের নেতা মানিক শেখ, শেরপুর শহর যুবলীগের প্রচার সম্পাদক শাহীন শেখ, ইউনিয়ন স্বচ্ছাসেবক লীগের আহ্বায়ক নুরে আলম নয়ন, শাহ্বন্দেগী যুবলীগের নেতা জিয়াউল হক জিয়া সহ স্থানীয় লোকজন। বিতরণ অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বর্তমান করোনা সঙ্কটকালে সকলকে সরকারি বিধি-নিষেধের ওপর গুরুত্বারপ করে সতর্ক থাকার আহ্বান জানান অতিথিবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন