![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কর্মহীন অসহায় গরীব পরিবারের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক লালামনিরহাট ১৫ বিজিবির মাধ্যমে ৩য় পর্যায়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। ০২ জুন মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও আব্দুল গফুর নুরানী হাফেজিয়া মাদরাসা মাঠে ১৭৫ টি করে মোট ৩৫০ টি পরিবারের মধ্যে ০৪ কেজি করে চাল ও আটা,০১ কেজি করে প্যাকেট লবণ,০২ কেজি করে ডাল এবং ৩৫০ টি মাস্ক, ৫০ টি হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল ইসলাম পিএসসি ইন্জিনিয়ার্স, উপ-অধিনায়ক মেজর এম এম শাহ আলম, সংশ্লিট ইউপি চেয়ারম্যান ও সদস্যরা, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং সংবাদকর্মীরা। এর আগে বিজিবি ১ম ও ২য় পর্যায়ে ১১০০ টি পরিবারকে ত্রাণ বিতরণ করেছিল।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন