![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ঘরের মেঝে খুঁড়ে ৫ কেজি ৫শ গ্রাম গাজাঁসহ একই পরিবারের তিন জনকে আটক করেছে পুলিশ।বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পূর্ব চন্ডিপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন শহিদুল ইসলাম (৩৮) উপজেলার পূর্ব চন্ডিপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে শহিদুল, শরিফা বেগম (৫৫) হলেন গিয়াস উদ্দিনের স্ত্রী এবং জমিরন (২৫) শহিদুলের স্ত্রী।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের শয়ন কক্ষের মেঝের নিচে বালুর ভিতর অভিনব কায়দায় পুঁতে রাখা ৫ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ শহিদুল, স্ত্রী জমিরন ও তার মা শরিফা বেগমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন