![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
হিলিতে জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ ফেরদৌস হাসান টিটুর সাথে মতবিনিময় করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়, হিলি কাষ্টমস এর সহকারী সুপার আব্দুল হান্নান,উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,সিএন্ডএফের সভাপতি কামাল হোসেন রাজ,আমদানি-রপ্তানি গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমানসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এসময় বিজিবি‘র নবাগত অধিনায়ককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।পরে সীমান্তের জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন নবাগত অধিনায়ক।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন