হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু | Daily Chandni Bazar হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুন, ২০২০ ০৩:২০
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হিলি সংবাদদাতা:

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

করোনা ভাইরাসের কারনে দীর্ঘ ৭৪ দিন বন্ধ থাকার পর সরকারী সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক ডব্লিও বি ৬৫ বি ৫৬১১ ট্রাকে জিরা নিয়ে  বন্দরে প্রবেশে মধ্য দিয়ে এই কার্যক্রম চালু হয়। আগামীকাল মঙ্গলবার থেকে অন্যান্য পণ্য ভারত থেকে আমদানি হবে বলে ব্যবসায়ীরা জানান।

বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক জানান,‘বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দুই দেশের মাঝে এই বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন জিরা আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। প্রতিদিন এই বন্দরে ৪০ টি ট্রাকে করে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো হবে।

এদিকে দির্ঘদিনপর আমদানি-রপ্তানি চালু হওয়ায় হিলি বন্দরের শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দীর্ঘ দিন থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছিল। আমদানিকারকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আমদানি-রপ্তানি চালু হওয়ায়। করোনা ভাইরাসের কারনে গত ২৫ মার্চ থেকে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। হিলি ব্যবসায়ী  ও উপজেলা ভাইস চেয়ারম্যান শানিনুর রেজা শাহিন বলেন , গত শনিবার থেকে হিলি বন্দর দিয়ে আমদানি রফতানি চালু হওয়ার কথা থাকলেও ওপারে ঝামেলার কারনে আজ সকাল থেকে আমদানি রফতানি শুরু হলো। জিরো পয়েন্ট থেকেই সরকারী সামাজিক দুরত্বসহ সকল নিয়ম কানুন মেনেই আমদানি করা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন