ধুনটে নিজের হাতে তৈরী ৪ হাজার মাস্ক বিতরণ করলেন মুকুট মনি | Daily Chandni Bazar ধুনটে নিজের হাতে তৈরী ৪ হাজার মাস্ক বিতরণ করলেন মুকুট মনি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুন, ২০২০ ০৪:৪৬
ধুনটে নিজের হাতে তৈরী ৪ হাজার মাস্ক বিতরণ করলেন মুকুট মনি
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে নিজের হাতে তৈরী ৪ হাজার
মাস্ক বিতরণ করলেন মুকুট মনি

মুকুট মনি

করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে সারাদেশ। ধীরে ধীরে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। তারপরও কর্মের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে অনেককে। স্বাস্থ্য বিধিও মানছেন না কেউ কেউ। এমন পরিস্থিতিতে বগুড়ার ধুনট উপজেলায় এলাকাবাসীর মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মোর্শেদা হক মুকুট মনি নামে এক মহিয়সী নারী। তিনি এলাকাবাসীর মাঝে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট সহ নিজের হাতে তৈরী ৪ হাজার মাস্ক বিতরণ করেছেন। এছাড়াও দরিদ্র, প্রতিবন্ধী ও অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তাও করে যাচ্ছেন তিনি।

মোর্শেদা হক মুকুট মনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ২০১৪ সাল থেকে বেসরকারি সংস্থা টিএমএসএস’র বগুড়ার ধুনট উপজেলা শাখার সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। কর্মের তাগিদে মকুট মনি ধুনট শহরে ভাড়া বাসায় বসবাস করেন। তবে দেশের এই ক্রান্তিলগ্নেও থেমে নেই তার পথচলা। মানবিকতার চেতনায় সামাজিক দায়িত্ববোধ থেকে করোনা মহামারিতেও মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

ব্যক্তিগত অর্থায়নে এপর্যন্ত তিনি ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের দরিদ্র কর্মজীবি মানুষের মাঝে নিজের হাতে তৈরী ৪ হাজার মাস্ক বিতরণ বিতরণ করেছেন। এছাড়াও মুকুট মনি, ধুনট উপজেলা প্রশাসন, ধুনট থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাঝেও নিজের হাতে তৈরী মাস্ক বিতরণ করেন। তাছাড়াও তিনি করোনাকালীন সময় থেকে এপর্যন্ত ২০০ দরিদ্র পরিবারের বাড়িতে চাল, ডাল, তেল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও পৌছে দিয়েছেন। এসব মহতী কাজের মাধ্যমে এলাকায় মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মুকুট মনি।

এনজিও কর্মী মোর্শেদা হক মকুট মনি বলেন, এলাকার অনেক দরিদ্র মানুষের মাস্ক কেনার সামর্থ্য নেই। ঝুঁকি থাকা সত্ত্বেও জীবিকার তাগিদে তাদের বাইরে বের হতে হচ্ছে। আমি এসব মানুষের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছি। দেশের এই ক্রান্তিলগ্নে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তাই আমার যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন