বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ জুন, ২০২০ ২১:৪১
বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনা উপসর্গ
নিয়ে শিশুর মৃত্যু

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপসর্গ নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাঈম (১৪) নামে এক কিশোর। নাঈম কাহালু উপজেলার পালপাড়া এলাকার মৃত আকতার হোসেনের ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে শ্বাসকষ্টসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে তার মৃত্যু হয়। 

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা: শফিক আমিন কাজিল জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে নাঈমকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে সেদিনই পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এরপর শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় হাসপাতাল চত্বরে জানাজা শেষে তার লাশ দাফনের জন্য কাহালু উপজেলায় পাঠানো হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন