বগুড়ায় একদিনে করোনা আক্রান্তে আগের রেকর্ড ছেড়ে ১৮৬ জন | Daily Chandni Bazar বগুড়ায় একদিনে করোনা আক্রান্তে আগের রেকর্ড ছেড়ে ১৮৬ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জুন, ২০২০ ২১:৩২
বগুড়ায় একদিনে করোনা আক্রান্তে আগের রেকর্ড ছেড়ে ১৮৬ জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় একদিনে করোনা আক্রান্তে 
আগের রেকর্ড ছেড়ে ১৮৬ জন

বগুড়ায় নতুন করে ১৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৭০২ জন করোনায় আক্রান্ত হলেন।বুধবার সকালে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান অনলাইন ব্রিফিংয়ে এ জানান, সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাবে মঙ্গলবার (১৬ জুন) ২৬৯টি নমুনার পরীক্ষা হয়েছে। তার মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৫৪ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ৮১টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৬টি। এছাড়া গত ৪, ৫ ও ৬ জুনের ঢাকায় পাঠানো নমুনার ফলাফলে ১০৬ জনের পজিটিভ এসেছে। ডা. মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে আসা ১০৬ জনের উপজেলাওয়ারী তথ্য তাৎক্ষণিক জানা যায়নি। তবে শজিমেক ও টিএমএসএস এর ফলাফলে পজিটিভ ৮০ জনের মধ্যে বগুড়া সদরের ৭০জন। সদরের উল্লেখ্যযোগ্য এলাকার মধ্যে রয়েছে নারুলী ও ঠনঠনিয়া।

এছাড়া অন্যান্য উপজেলার মধ্যে শাজাহানপুরে ৫জন, শিবগঞ্জে ৩জন, গাবতলী ও শেরপুরে একজন করে মোট ২জন।
বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তারপর থেকে ১৬ জুন পর্যন্ত জেলায় মোট ১২ হাজার ৪৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ফলাফল এসেছে ৯ হাজার ৫৯৯ জনের।

তিনি জানান, জেলায় নতুন করে আরও একজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন সুস্থ হয়েছেন ৫৮জন। এই ৫৮জন সহ জেলায় সুস্থতার সংখ্যা ১৫৩ জনে দাঁড়িয়েছে। এর আগে ১২৮ জন করোনায় আক্রান্ত হয়েছিল। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন