এফপিএবি’র উদ্যোগে গর্ভবতী মায়েদের সেবা বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত | Daily Chandni Bazar এফপিএবি’র উদ্যোগে গর্ভবতী মায়েদের সেবা বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জুন, ২০২০ ২৩:১৮
এফপিএবি’র উদ্যোগে গর্ভবতী মায়েদের সেবা বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

এফপিএবি’র উদ্যোগে গর্ভবতী মায়েদের 
সেবা বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি) জাতীয় কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বগুড়া শাখাসহ ২১টি জেলায় কমরত কর্মকর্তা/কর্মচারীদের কোভিড-১৯ সময়কালে চিকিৎসাসেবা প্রদানের কৌশল ও প্রজনন স্বাস্থ্যসেবাসহ করোনা ভাইরাস সংক্রমন সময়ে গর্ভবতী মায়েদের সেবা বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে দশটায় জাতীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালক (প্রোগ্রাম) ডা: সঞ্জীব আহমেদ এ প্রশিক্ষণ প্রদান করেন। জেলা শাখাসমূহ ছাড়াও জাতীয় কার্যালয়ের প্রোগ্রাম অফিসাবৃন্দ এতে অংশগ্রহন করেন। প্রশিক্ষনের শেষ পর্বে এফপিএবির নির্বাহী পরিচালক খন্দকার আসাদুজ্জামান সকলের সাথে মতবিনিময়সহ করণীয় নানা দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষনে বগুড়ার বর্তমান করোনা পরিস্থিতি তুলে ধরেন বগুড়া শাখার জেলা কর্মকর্তা অরুন কুমার শীল। প্রশিক্ষণ শেষে এফপিএবি বগুড়া ক্লিনিকে করোনা মহামারীতেও পূর্বের মতো প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাধারণ জনগনের সেবাদান অব্যহত থাকবে বলে জানানো হয়। এছাড়া প্রতি বৃস্পতিবার শিশুদের ইপিআই টিকাদানও চলমান থাকবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন