বগুড়ায় সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে সচেতনতামুলক এডভোকেসী সভা | Daily Chandni Bazar বগুড়ায় সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে সচেতনতামুলক এডভোকেসী সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জুন, ২০২০ ২৩:২২
বগুড়ায় সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে সচেতনতামুলক এডভোকেসী সভা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে 
সচেতনতামুলক এডভোকেসী সভা

বৃহস্পতিবার সকালে বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে সচেতনতার মাধ্যমে সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে ক্যাম্পেইন ফর প্রমোটিং এ্যাওয়ারনেস অন রোড ট্রাফিক এক্সিডেন্ট শীর্ষক এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী -

সচেতনতার মাধ্যমে সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে ক্যাম্পেইন ফর প্রমোটিং এওয়ারনেস অন রোড ট্রাফিক এক্সিডেন্ট শীর্ষক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বগুড়ায়।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী। তিনি এডভোকেসী সভার উদ্বোধনী বক্তব্যে বলেন, সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে চালক, যাত্রীদের মধ্যে অবশ্যই সচেতনতা বৃদ্ধি করতে হবে। বেপরোয়াভাবে দ্রুততার সাথে বা নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে এমনভাবে যানবাহন পরিচালনা করা যাবে না। সচেতনতার পাশাপাশি নিজেদেরকে অবশ্যই নিরাপদ রাখতে হবে। 

স্বাস্থ্য অধিদপ্তর’র স্বাস্থ্য শিক্ষা ব্যুারো লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন ঢাকা কর্তৃক আয়োজিত সেবা প্যাকেজের (এল এন্ড এইচইপি এস-১২/২০১৯-২০) আওতায় উইটি নেট সার্চ বেসরকারি কনসাল্টিং ফার্মের সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান এর উপস্থাপনায় ট্রাফিক আইন মেনে চলুন সড়ক দূর্ঘটনা কমিয়ে আনুন, চালক, যাত্রী, পথচারি, অভিভাবকসহ সকলের সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সড়ক দুর্ঘটনা রোধে করনীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোছাঃ মাহবুবা খাতুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন