বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১১৬ | Daily Chandni Bazar বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১১৬ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জুন, ২০২০ ২৩:২৫
বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১১৬
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১১৬

বগুড়ায় হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বগুড়ায় করোনায় আক্রান্ত এখন ২ হাজার ছুঁই ছুঁই করছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১১৬ জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা এখন ২৬ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮১৮ জন।বগুড়া জেলা ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন বৃহস্পতিবার বেলা ১১ টায় এক ব্রিফিং-এ তথ্য জানান। তিনি বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ১৮৮ নমুনা পরীক্ষায়  ৬২ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় বগুড়ার ৫৪ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়। দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১১৬ জন নতুন করে আক্রান্ত হয়। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮১৮ জন।

নতুন করে আক্রান্ত হয়েছে জেলা সদরে ৬৪ জন, গাবতলীতে ১৮, কাহালুতে ৯, ধুনটে ৯, দুপচাঁচিয়াতে ৬ জন, শাজাহানপুরে ৪ জন, সারিয়াকান্দিতে ২ জন শেরপুরে, সোনাতলা ও শিবগঞ্জে ১ জনকরে আাক্রান্ত হয়েছেন। এছাড়া জেলায় ইতোপূর্বে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘন্টায় আরো ৪ জনের মৃত্যু হওয়ায়া করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া বগুড়া সদরের দত্তবাড়ি ১, ফুলবাড়ি ২, ফুলতলায় ১, গোদারপাড়ায় ১, জামিলনগরে ১, জয়পুরপাড়ায় ২, কাটনারপাড়ায় ২, কানুছগাড়ীতে ১, কৈগাড়ীতে ১, খান্দারে ১, মোহাম্মদ আলী হাসপাতালে ৩ জন, শজিমেকে ৫ জন, মালতীনগরে ১, নামাজগড়ে ১, মাটিডালিতে ১, আটাপাড়ায় ২জন, বারোপুরে ১, বড়গোলায় ১, বৃন্দাবন পাড়ায় ৬, বুর্জকবাড়িয়ায় ১, চেলোপাড়ায় ৩, নারুলীতে ৫, নিশিন্দারায় ২, নূরানীমোড়ে ১, পালশায় ১, পারবগুড়ায় ৫, সেউজগাড়ীতে ২, সাবগ্রামে ৩, সুত্রাপুরে ৩, ঠনঠনিয়া ২ ও উপশহরে ১। আর বাকিদের ফোন নাম্বার বন্ধ রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন