আমড়া গ্রামে বিজিবি মাদক দিয়ে মিথ্যা মামলা দায়ের করায় মায়ের সংবাদ সম্মেলন ॥ | Daily Chandni Bazar আমড়া গ্রামে বিজিবি মাদক দিয়ে মিথ্যা মামলা দায়ের করায় মায়ের সংবাদ সম্মেলন ॥ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জুন, ২০২০ ১৬:১৩
আমড়া গ্রামে বিজিবি মাদক দিয়ে মিথ্যা মামলা দায়ের করায় মায়ের সংবাদ সম্মেলন ॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

আমড়া গ্রামে বিজিবি মাদক দিয়ে মিথ্যা মামলা 
দায়ের করায় মায়ের সংবাদ সম্মেলন ॥

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির আমড়া গ্রামে আব্দুল খালেকের পুত্র সোহাগ বাবু (২২) কে বিজিবি মাদক দিয়ে মিথ্যা মামলা দায়ের করায় সোহাগ বাবুর মা মোছাঃ সারেজা বেগম ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। রবিবার বিকেল ৩টায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির আমড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী মোছাঃ সারেজা বেগম ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমার বাড়িতে গত ১৯/০৬/২০২০ ইং তারিখ বিকাল ৪টায় হঠাৎ করে ১০/১২ জন বিজিবি সদস্য বাড়িতে ঢুকে বাড়ি তল্লাশী করে মাদক না পেয়ে আমার বড় ছেলে সাদ্দামকে খোঁজে। সাদ্দামকে না পেয়ে ছোট ভাই সোহাগ বাবুকে ধরে নিয়ে আমড়া বিওপি ক্যাম্পে নিয়ে যায়।

সেখানে নিয়ে গিয়ে আমড়া বিওপির নায়েক সুবেদার মঞ্জু আহমেদ বাদী হয়ে আমার ২ পুত্র  সোহাগ বাবু (২২), মোঃ সাদ্দাম হোসেন (২৫) উভয়ের পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- আমড়া, থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর- কে ১০ বোতল ফেন্সিডিল সহ গত ১৯/০৬/২০২০ ইং তারিখে ফুলবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় মামলা দায়ের করেন।  উল্লেখ্য যে, ঐ দিন আমার বাড়িতে কোন অবৈধ মালামাল না পাওয়ায় বিজিবি কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করে। তার পরেও আমড়া বিওপির বিজিবির নায়েক সুবেদার মোঃ মঞ্জু আহমেদ আমার ২ পুত্রকে মাদক দিয়ে মিথ্যা মামলা দায়ের করেন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তদন্ত স্বাপেক্ষে ন্যায় বিচার দাবি করছি। 

এ ব্যাপারে গতকাল রবিবার আমড়া বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আব্দুর সবুর শেখ এর সাথে কথা বললে তিনি জানান, অচিন্তপুর সীমান্তে তারকাটার বেড়া কেটে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গরু আনার অভিযোগ রয়েছে। মূলত সাদ্দামের বাড়ি বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত এলাকায়। সে বর্তমানে ফুলবাড়ী উপজেলা কাজিহাল ইউপির আমড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে এসব কর্মকান্ড চালায়। সীমান্তে তারকাটা কেটে ওপার থেকে গরু আনার কারণে আমাদেরকে জবাবদিহি করতে হয়।