বগুড়া ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন রাখার আহবান | Daily Chandni Bazar বগুড়া ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন রাখার আহবান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জুন, ২০২০ ২২:৩১
বগুড়া ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন রাখার আহবান
ষ্টাফ রিপোর্টার

বগুড়া ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত
স্বাস্থ্য উন্নয়ন রাখার আহবান

রবিবার বেলা ১২টায় বগুড়া সিভিল সার্জন এর কার্যালয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্ভুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী।

বগুড়া সিভিল সার্জন এর কার্যালয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ব্যুারো স্বাস্থ্য অধিদপ্তর লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কর্তৃক আয়োজিত ও মার্কস কর্পোরেশন’র সহযোগিতায় প্যাকেজ নং এলএন্ডএইচইপি - এস- ১৬/২০১৯-২০ এর আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান এর উপস্থাপনায় সভায় বলা হয় নিরাপদ খাদ্যাভ্যাস, হাত, পা নখ ও দাঁতের যত্ন নেয়া, চোখের যত্ন নেয়া, ব্যক্তিগত সুস্বাস্থ্য, হাত ধোয়া, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা, ধূমপান তামাক প্রতিরোধে ভূমিকা রাখাসহ পারিবারিকভাবে স্বাস্থ্য সুন্দর রাখার বিষয়ে সচেতন ও ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন রাখার আহবান জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ফারজানুল ইসলাম, সাজ্জাদ উল হক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবা খাতুন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন