![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
জয়পুরহাটে সদ্য প্রয়াত আওয়ামীলীগ নেতৃবৃন্দদের স্মৃতি চারণে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর আওয়ামীলীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর আওয়ামীলীগ এর সভাপতি আজম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সহ-সভাপতি রাজা চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক শেখর মজুমদার, দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো, কৃষি বিষয়ক সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
সভাটি সঞ্চালণা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু। এসময় বক্তারা সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্য মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ্, সিলেট সিটি করপোরেশন এর সাবেক মেয়র বদর উদ্দীন আহমেদ কামরান, ও জয়পুরহাট জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খানকে স্বরণ ও তাঁদের রাজনৈতিক কর্মকান্ডসমুহ তুলে ধরে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সমসাময়িক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহত সকল ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা। উল্লেখ্য এর আগে দেশের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন