![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ায় নতুন করে সরকারি কর্মকর্তা ও র্যাব সদস্যসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৭ জন। বুধবার সকালে অনলাইন সংবাদ বিফ্রিং করে এই তথ্য জানান বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি জানান, আক্রান্তরা বেশিরভাগই উপসর্গ ছাড়া। সে কারণে তাদের নিজনিজ বাড়িতে চিকিৎসা নেয়ার কথা বলা হয়েছে। এছাড়া কারো স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত হাসপাতালে নেয়ার কথা বলা হয়েছে। তবে তিনি র্যাব সদস্য ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার পরিচয় বলেন নি।
তিনি আরো বলেন, ঘোষিত তথ্যটি ২৩ জুনের। ২৪ জুনের রিপোর্ট প্রকাশ করা হবে ২৫ জুন। ২৩ জুন বগুড়ায় মোট ৭৭ জন করোনায় আক্রান্ত হয়। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২৫ পজিটিভ হন। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজে ১৬০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫২টি পজিটিভ হয়। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৪জন, নারী ১৩ জন এবং বাকিরা শিশু। এদের মধ্যে বগুড়া সদর উপজেলায় ৩৮ জন, শিবগঞ্জে ৩ জন,শাজাহানপুরে ১০, নন্দীগ্রামে ১০, কাহালু উপজেলায় ৪, দুপচাঁচিয়া উপজেলায় ৫, সারিয়াকান্দিতে ৪, ধুনট উপজেলায় ২ ও শেরপুর উপজেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪০৭ জনে। তাদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ২৭৪ জন। আর গত ২৩ ঘন্টায় নতুন করে ৬ জন নিয়ে মোট মৃত্যুর সংখ্যা হলো ৪২ জন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন