![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ার ধুনটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে উপজেলা চাল কল মালিক সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে অফিস কার্যালয়ে নবাগত ইউএনও’কে ফুলেল সংবর্ধনা প্রদান করেন উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি ও মোজাহার আলী চাল কলের পরিচালক রেজাউল করিম রেজা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও হামিদ চাল কলের পরিচালক সাইদুর রহমান, ক্যাশিয়ার সিয়াম চাল কলের পরিচালক সাইফুল ইসলাম, সদস্য চার ভাই চাল কলের পরিচালক সোলায়মান আলী, ইফতি চাল কলের পরিচালক সাংবাদিক ইমরান হোসেন ইমন, তিন ভাই চাল কলের পরিচালক ফারুক আহমেদ প্রমূখ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন