![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় প্রতিপক্ষের হামলায় এক শিশু সহ ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুগিপাড়ায়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার কারণে ভর্তি না হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। ওই এলাকার মৃত ছকির উদ্দীনের ছেলে তছলিম উদ্দীন জানায়, তার জমির পুকুর জবর দখলের চেষ্টা করে প্রতিবেশী মৃত আব্দুল মাহমুদের ছেলে হাবিবর রহমান (৫১) সহ তার সহযোগিরা।
ঘটনার দিন বিকেলে প্রতিপক্ষরা জোরপূর্বক জবর দখলের উদ্দেশ্য জমিতে গেলে সেটাকে বাধা নিষেধ করায় তা সংঘর্ষে রুপ নেয়। এতে তছলিম উদ্দিন (৪৫) সহ তার পক্ষের আরও ৪ জন আহত হয়। অন্য আহতরা হলেন, ছলিমের স্ত্রী আতোয়ারা বেগম (৩০), ছেলে আব্দুর রহমান (৭), ভাতিজা আতাউর রহমান ও মরিয়ম বেগম প্রমূখ।এ রিপোর্টার লেখা পর্যন্ত থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন