নন্দীগ্রামে প্রানী সম্পদ অফিসের প্রশিক্ষন রুমের ছাদ ঢালাইয়ের উদ্বোধন | Daily Chandni Bazar নন্দীগ্রামে প্রানী সম্পদ অফিসের প্রশিক্ষন রুমের ছাদ ঢালাইয়ের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জুন, ২০২০ ২১:২০
নন্দীগ্রামে প্রানী সম্পদ অফিসের প্রশিক্ষন রুমের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি:

নন্দীগ্রামে প্রানী সম্পদ অফিসের প্রশিক্ষন রুমের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রানী সম্পদ অফিস ভবনের ভার্টিকেল এক্স টেনশন প্রশিক্ষন ক্লাস রুমের ছাঁদ ঢালায় কাজের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার এল, ডি, ডি, পি  প্রকল্পের আওতায় উক্ত ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় প্রানী সম্পদ বিভাগের উপ-পরিচালক ডা:এ,এস,এম নাসির উদ্দিন খান।এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম প্রানী সম্পদ অফিসার ডা: অরুনাংশু মন্ডল এবং প্রকল্পের সহকারী  প্রকৌশলী মো: খুকুন আহমেদ সহ অফিসের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। ছাদ ঢালাইয়ের উদ্বোধন শেষে আধুনিক প্রযুক্তিতে গরু হুষ্ট-পুষ্ট  করন প্রকল্পের  আওতায় ২৫ জন খামারীদের কে ২ প্যাকেট  ভিটামিন মিনায়েল প্রিমিক্স ৪টি কৃমিনাশক ট্যাবলেট,২টি ম্যানুয়েল ও ১টি কার্ড বিতরন করেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন