![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়ায় করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মাদ আলী হাসপাতালে ২০ টি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডারের ট্রলিসহ বেশ কিছু অক্সিজেন সামগ্রী প্রদান করেছে বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। শনিবার এমপি সিরাজের পক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বগুড়া শাখার নেতৃবৃন্দ এই অক্সিজেন সামগ্রী জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এর কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন ড্যাব বগুড়া জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডাক্তার শাহ মোঃ শাহাজাহান আলী। এসময় উপস্থিত ছিলেন ড্যাব বগুড়া মহানগর শাখার আহবায়ক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার আহবায়ক অধ্যাপক ডাক্তার আজফারুল হাবিব রোজ, সরকারী মোহাম্মাদ আলী হাসপাতালের তত্বাবধায়ক এটিএম নুরুজ্জামান, এমপি সিরাজের পিএস আব্দুল আজিজ প্রমুখ। অক্সিজেন সমগ্রী প্রদানকালে ডাক্তার শাহ মোঃ শাহাজাহান আলী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে এর আগে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে ৫০০ পিপিই প্রদান করা হয়েছে। এবারো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই অক্সিজেন সামগ্রী প্রদান করা হলো।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন