নীলফামারীর জলঢাকায় রংপুর পাগলাপীর থেকে জলঢাকা-ডালিয়া হয়ে পাটগ্রাম বুড়িমাড়ী স্থলবন্দর পর্যন্ত চার লেন প্রস্তাবিত রাস্তা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার অধিকার সচেতন নাগরিক। শনিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করা হয়। উপস্থিত ছিলেন নীলফামারী-৩ সাবেক সংসদ সদস্য অধ্যপক গোলাম মোস্তফা, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ বাহাদুর, আ’লীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলূ, অধিকার সচেতন নাগরিকের আহবায়ক ও জাতীয় শ্রমিক লীগ’র সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সদস্য সচিব (শিক্ষক) নাহিদ পারভেজ পাবেল, পৌর যুবলী’র যুগ্ম আহবায়ক সফিকুল গনী পলাশ, যুগ্ম আহবায়ক লাভলু রশিদ, পৌর কাউন্সিলর ফজলুল হক, ফারুক হোসেন সহ পৌরবাসী।
সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা বলেছেন, আজকের এই আন্দোলন সংগ্রাম ন্যায় সংগত। উন্নয়নের অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের পরিবর্তনে আজকে মর্জাদা সম্পন্ন জাতিতে পরিনত করেছেন। তিনি উন্নয়ন অভিযাত্রায় করোনা কালীন এ মহামারী পর্যায়ও দেশ এবং দেশের মানুষকে রক্ষার জন্য, করোনা জয় করার জন্য, আমাদের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।আশা করি তিনি আমাদের প্রত্যাশা পুরনে অংশীদার হয়ে থাকবেন। আমি নির্বাচিত হওয়ার পর এই সড়কটি পাল্লামেন্টে তুলে ধরেছিলাম সেটা আপনারা জানেন। এখন কোনদিক হয়ে যাবে ফোর লেন সড়ক ? লালমনিরহাট নাকি জলঢাকা ডালিয়া হয়ে ? রংপুর - লালমনিরহাট হয়ে বুড়িমারি স্থলবন্দর ১৩৫ কিঃমিঃ আর রংপুর থেকে জলঢাকা - ডালিয়া হয়ে বুড়িমারি হয় ৯০ কিঃমিঃ সেদিক বিবেচনা করে প্রস্তাবিত ফোর লেনের এ সড়কটি জলঢাকার উপর দিয়ে গেলে কমে আসবে ৪৫ কিঃমিঃ আর এতে সরকারের বেচেঁ যাবে কয়েকশ কোটি টাকা।
যা অন্যান্য উন্নয়নে কাজে লাগবে। তিনি আরো বলেছেন, রংপুর-বুড়িমারী চলাচলের ক্ষেত্রে পাগলাপীর থেকে জলঢাকা-ডালিয়া হয়ে বুড়িমারী রাস্তাটি খুবেই সোজা ও সহজ এবং দুরত্ব কম হওয়ায় এটি বহুযুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এটা সবার জানা। অন্যান্য বক্তারা বলেন, চারলেনের প্রশ্নে হঠাৎ কোথা থেকে কে বা কাহারা এটাকে লালমনি দিয়ে ঘুরে নিয়ে যাওয়ার পায়তারা চালাচ্ছেন সেটা বোধগম্য নয়। আর কেনইবা নিয়ে যেতে চান সেটা আর কারো বোঝার বাকী নেই। একটি সড়ক, একটি জনপদের সম্পদ, সেটাকে কতিপয় সুবিধাবাদী, স্বার্থান্বেষী মহলের চরিতার্থে ব্যবহার করা হলে সেটা হবে জাতির জন্য লজ্জাজনক। রংপুর থেকে জলঢাকা ও ডালিয়া হয়ে বুড়িমারী সড়কটি ইতমধ্যেই ফোর লেনের জন্য প্রস্তাবিত আছে। তাই এটি দ্রুত বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বৃহৎস্বার্থে দাবি তুলে ধরেন জলঢাকাবাসী।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন