পাঁচবিবিতে ১৩ দিন পর রিপোর্ট এলো ১০ পুলিশসহ ২৭ জনের করোনা পজেটিভ, মোট শনাক্ত ৭৫ জন | Daily Chandni Bazar পাঁচবিবিতে ১৩ দিন পর রিপোর্ট এলো ১০ পুলিশসহ ২৭ জনের করোনা পজেটিভ, মোট শনাক্ত ৭৫ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জুন, ২০২০ ২২:০৪
পাঁচবিবিতে ১৩ দিন পর রিপোর্ট এলো ১০ পুলিশসহ ২৭ জনের করোনা পজেটিভ, মোট শনাক্ত ৭৫ জন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

পাঁচবিবিতে ১৩ দিন পর রিপোর্ট এলো ১০ পুলিশসহ ২৭ জনের করোনা পজেটিভ, মোট শনাক্ত ৭৫ জন

নমুনা সংগ্রহের ১৩ দিন পরে রিপোর্ট এসেছে নতুন করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ১০ পুলিশ সদস্য সহ ২৭ জনের দেহে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এই নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ জন। এদের মধ্যে পুলিশের চার জন এস,আইসহ পুলিশের ১০ জন সদস্য ও বাঁকি ১৬ জন রয়েছে উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত (১৩-১৮ জুন) পর্যন্ত তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে শুক্রবার রাতে সেই পরীক্ষার রিপোর্ট আসে যে তারা করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ আরো জানায়, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের আইসোলেশনের বিষয়টি তাদের কর্তৃপক্ষ দেখবে। আর বাঁকি যে ১৬ জন রয়েছে তাদেরকে স্বাস্থ্য বিভাগের আইসোলেশনে পাঠানো হবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন