![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
উত্তর বঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের একজন চৌকস জনবান্ধব কর্মকর্তা। বগুড়া জেলা পুলিশের তিনবারের শ্রেষ্ঠ ওসি মিজানুর রহমান। যেখানেই দায়িত্বভার পেয়েছেন সেখানেই মাদক, জঙ্গী ও বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। প্রায় এক যুগ আগে জেলার শেরপুর থানায় উপ পরিদর্শক (এস আই) পদে কর্মরত ছিলেন। তৎকালীন সময়ে মাদক,সন্ত্রাস,জঙ্গী,অস্ত্র উদ্ধার সহ নাশকতার বিরুদ্ধে প্রশংসনীয় কর্মদক্ষতার পরিচয় দেন তিনি। পরবর্তীতে পদোন্নতি পেয়ে জেলা পুলিশের ধুনট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিযুক্ত হন। এরপর নঁওগা জেলা পুলিশের বদলগাছি থানায় ওসি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বশেষ জেলা পুলিশ বগুড়া'র শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। রবিবার তার শেরপুর থানার দায়িত্বভার গ্রহন করার কথা রয়েছে। আইন বিশারদদের মতে একজন অভিজ্ঞ কর্মকর্তার আগমনে এ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন