বগুড়ায় যমুনায় পানি বৃদ্ধিতে ৬ হাজার হে: জমি তলিয়ে গেছে | Daily Chandni Bazar বগুড়ায় যমুনায় পানি বৃদ্ধিতে ৬ হাজার হে: জমি তলিয়ে গেছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জুন, ২০২০ ১৯:৪০
বগুড়ায় যমুনায় পানি বৃদ্ধিতে ৬ হাজার হে: জমি তলিয়ে গেছে
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় যমুনায় পানি বৃদ্ধিতে
৬ হাজার হে: জমি তলিয়ে গেছে

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ও টানা কয়েকদিনের বৃষ্টিতে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীতে পানি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দিতেই প্রায় ৬ হাজার ৬৩২ হেক্টর ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান, যমুনা নদীতে পানি বেড়ে লোকালয়ে আসছে। পানি বৃদ্ধি পেয়ে এ পর্যন্ত উপজেলার পাট ক্ষেত ডুবেছে ৪ হাজার ৫৮৫ হেক্টর, সবজি ৫০ হেক্টর, আউশ ১ হাজার ৯২০ হেক্টর, রোপা আমন ৬০ হেক্টর, ভুট্টা ১৫ হেক্টর ও কাঁচা মরিচ ২ হেক্টর। এখন পর্যন্ত এই উপজেলায় মোট ৬ হাজার ৬৩২ হেক্টর জমিরি ফসল পানিতে তলিয়ে গেছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সোমবার বিকালে যমুনা নদীর পানি ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার যমুনা নদীর পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্ট চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা কামালপুর ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিম্নাঞ্চলের সবজি, পাট, বর্ষালী ধানসহ উঠতি ফসলি জমিতে আগের থেকে আরো পানি বৃদ্ধি পেয়েছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, সোমবার সকালে থেকে পানি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বিকালে পানি বৃদ্ধি পেয়ে ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন