ডোমারে পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত | Daily Chandni Bazar ডোমারে পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ জুন, ২০২০ ২০:৩১
ডোমারে পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সত্যেন্দ্র নাথ রায় , ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

ডোমারে পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“সোনার আশেঁর সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডোমারে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপি পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৯ জুন) সকালে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় , পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ১শ পাট চাষীকে প্রশিক্ষন দেওয়া হয়।

উপজেলা উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করেন ডোমার বিআরডিসির উপ পরিচালক এনামুল হক, জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মাজেদুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, পরিসংখ্যান অফিসার আব্দুল বারী, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন